মুরাদনগরে গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি আটক

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি অভিযানে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ৩জন নারী মাদক কারবারিকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের রহিমপুর ও সদর ইউনিয়নের নাগেরকান্দি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন, চাঁদপুর জেলার মতলব দক্ষিন থানার ডিংগা ভাংগা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী শামসুন নাহার (৫০), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার পশ্চিম সনমান্দি গ্রামের আবুল হোসেনের মেয়ে রুবি আক্তার (৪৭) ও নারায়নগঞ্জ বন্দর থানার সিটি কর্পোরেশন এলাকার দৌলত হোসেন নওশাদ এর স্ত্রী মাকছুদা নওশাদ (৪০)।

জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই হামিদুল ইসলাম ও ওমর ফারুকের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স সহ পৃথক দুইটি অভিযান পরিচালনা করে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের রহিমপুর গ্রামে
মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে শামসুন নাহার (৫০) ও রুবি আক্তার (৪৭) কে ৮(আট) কেজি গাঁজা ও সদর ইউনিয়নের নাগেরকান্দি গ্রামের মুরাদনগর-হোমনা সড়কের উপর থেকে মাকছুদা নওশাদ (৪০)
কে ৬(ছয়) কেজি গাঁজা সহ গ্রেফতার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!