লাকসামে ৪১টি কোটি টাকা ব্যয়ে দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন 

আকবর হোসেন :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে স্থান করে নিবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে এগিয়ে চলছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ দ্রুত এগিয়ে চলছে। অতীতের ভঙ্গুঁর অর্থনীতি, খাদ্য ঘাটতি, যোগাযোগ ও সামাজিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বাস্তব ভিত্তিক সুষ্ঠু ও টেকসই পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শেখ হাসিনার সরকার প্রতিটি সেক্টরে তথ্য প্রযুক্তি ব্যবহারে সার্বিক উন্নয়ন করে জনগণের জীবন মানের উন্নয়নের চেষ্টা করছে। এর ফলে বাংলাদেশের মাথা পিছু আয় এখন বেড়েছে, কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ এখন খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। জনগণের উন্নয়নের জন্য সরকার কাজ করছে বলেই উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ ও সমর্থন প্রয়োজন। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বর্ণনা দিয়ে বলেন, সরকারী কর্মকর্তা কর্মচারীরা নিষ্ঠা ও সততার সহিত আপনাদের দায়িত্ব পালন করবেন এবং সাধারণ জনগণের পাশে দাঁড়াবেন। ডিজিটাল বাংলাদেশ গড়ায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। আজ শুক্রবার বিকালে প্রায় ২৮ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে লাকসামে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ বঙ্গবন্ধু পৌর কমিউনিটি সেন্টার কাম অডিটরিয়াম এবং প্রায় ১২কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে লাকসাম মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আজকে জনগুরুত্বপূর্ণ দুটি উন্নয়ন কাজে উদ্বোধন করলাম। প্রায় ৪১টি কোটি টাকা ব্যয়ে এ দুটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করলাম। আমার নির্বাচনী এলাকা লাকসাম-মনোহরগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হবে। লাকসামকে স্মার্ট সিটি করা হবে। লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু করা হবে। লাকসাম- মনোহরগঞ্জের কেউ অন্যায় কাজে জড়ালে ছাড় দেওয়া হবে না। দলের নেতা কর্মীরা যদি কেউ চাঁদা বাজি, টেন্ডার বাজিতে লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শাহজাহান মজুমদার,লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, কুমিল্লা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ সারোয়ার আলম প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য এডভোকেট আবু তাহের, মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট তানজিনা আক্তার, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোখলেছুর রহমান, কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধদায়ক প্রকৌশলী জহির উদ্দিন দেওয়ান, কুমিল্লা জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খালেদুজ্জামান, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী, লাকসাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, মনোহরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্যাহ কায়েস, লাকসাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যাহ এফসিএ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, আওয়ামীলীগ নেতা অহিদ উল্যাহ মজুমদার, লাকসাম উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আল আমিন সরদার, লাকসাম পৌরসভা কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, আবদুল আলিম দিদার, শাহ আলম, শাহজাহান মজুমদার, মোহাম্মদ উল্লাহ, খলিলুর রহমান, আফতাব উল্যাহ চৌধুরী জন্টু, গোলাম কিবরিয়া সুমন, উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, দলিলুর রহমান মানিক, মোশারফ হোসেন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ সেলিম কাদের চৌধুরী, লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরো অনেকে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!