হবিগঞ্জ প্রতিনিধি :
করোনা পরিস্থিতিতে সরকারের খাদ্যবান্দব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে। এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাওখায়াত হোসেন রুবেল।
তিনি বলেন, রাজিউড়া ইউনিয়নের ২ং ওয়ার্ডের জিল্লুর রহমান ও স্থানীয় চালের ডিলার দেলোয়ার যোগসাজসে চাল বিক্রিতে ব্যাপক অনিয়ম করেন। অনিয়মের ঘটনা প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক ভাবে বহিষ্কার করেছে। অপরদিকে অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেনের ডিলারশীপ বাতিল করা হয়েছে।
জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রয়ক আব্দুস সালাম জানান, অনিয়মের অভিযোগে দেলোয়ার হোসেনের ডিলারশীপ বাতিল করা হয়েছে।
বিডি-প্রতিদিন