সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগ‌ঞ্জে সীমা‌ন্তে গাছের ডালপালা সংগ্রহ করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী বিএসএফের গুলিতে জুয়েল মিয়া (২৯) নামে এক বাংলাদেশি মারা গে‌ছে।

শনিবার রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম। নিহত জুয়েল মিয়া তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জুয়েল মিয়া ইঞ্জিনচালিত নৌকা দিয়ে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ভারত থে‌কে ভেসে আসা ডালপালা সংগ্রহ করতে বের হয়। সে ডালপালা সংগ্রহ করতে গিয়ে এক পর্যা‌য়ে আন্তজার্তিক সীমারেখা অতিক্রম করে ভারতের ১০০ গজ ভেতরে প্রবেশ ক‌রে ফে‌লে। বিষয়‌টি লক্ষ্য ক‌রে ভারতীয় বিএসএফ সদস্যরা তার উপর গুলি চালায়। গু‌লি তার পেটে বিদ্ধ হয়।

গু‌লি খে‌য়ে বাংলা‌দেশ সীমা‌ন্তে চ‌লে আস‌লে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে সি‌লেট এমএ‌জি মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসার জন্য নি‌য়ে যায়। কিন্তু রাত ৯টায় হাসপাতা‌লে তার মৃত্যু হয়।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, ডালপালা সংগ্রহ করতে গিয়ে সে আন্তজার্তিক সীমান্তরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করায় এ ঘটনাটি ঘটেছে। লাশ বর্তমা‌নে হাসপাতা‌লে আ‌ছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!