হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুমিল্লা মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের মানববন্ধন

মাজহারুল ইসলাম বাপ্পি :

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ৩ টায়
কুমিল্লা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে কুমিল্লা মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম।

মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম এর
সহ-সভাপতি মাওলানা সরোয়ার আলম ভূইয়া’র সভাপতিত্বে ও নগর জমিয়ত প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-মামুন এর সাঞ্চলনায় –
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- জমিয়তের সিনিয়র যুগ্ম মহা-সচিব মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম।

মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন,অনতিবিলম্বে ফ্রান্সের প্রেসিডেন্ট কে আল্লাহর রাসূল সাঃ এর অবমাননাকর ব্যঙাত্মক কার্টুন প্রত্যাহার সহ দোষীদের শাস্তি নিশ্চিত করে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম ফ্রান্স ও ফ্রান্সের পন্য বয়কট করা অব্যাহত রাখবে। সাথে বাংলাদেশের সরকারের কাছে ফ্রান্সের এই ন্যাক্কার জনক কাজের প্রতিবাদ করা এবং ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। মানববন্ধন থেকে ম্যাক্রণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জমিয়তের সহ-সভাপতি মাওঃ নজির আহমাদ,সেক্রেটারি মাওঃ খলিলুর রহমান,
মহানগর জমিয়তে’র ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, নগর ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল হক সিরাজী।

এ সময় উপস্থিত ছিলেন মুফতী আমিনুল ইসলাম শফী,মাওলানা আবুল বাসার,মাওঃ জসিম উদ্দিন বিজয়পুরী,মাওলানা হোসাইন, মাওলানা ইজহারুল হক সিরাজী,মাওলানা জাহিদ আল হাবিব,হাফেজ মোঃআজিজুল হক ভূইয়া, হাফেজ বুরহান প্রমূখ।

দেশ-জাতীর শান্তি সফলতা ও নিরাপত্তা কামনা করে জমিয়ত কুমিল্লা মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জিহাদী’র মুনাজাতের মাধ্যমে মানববন্ধন সমাপ্ত ঘোষনা করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!