হাজী সেলিমের পুত্র এরফান মোহাম্মদ সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে এক বছরের কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার হাজী সেলিমের বাসায় অভিযান শেষে এক ব্রিফিং-এ এমন তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
আশিক বিল্লাহ জানান, অবৈধভাবে ওয়াকিটকি ও মাদক রাখার দায়ে তাদের দুইজনকে ৬ মাস ৬ মাস করে মোট এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা জানান, সোমবার দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চকবাজারের ২৬ নম্বর দেবীদাস ঘাট লেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫টি ওয়ারল্যাস এবিএস সিস্টেম ও ৪০টি ওয়াকিটকি সেট, একটি হ্যান্ডকাপ, একটি বন্দুক, বিদেশী মদের বোতল ও বিয়ার মদ উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।