স্বকৃত গালিব :
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কক্সবাজার জেলা শাখার ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
মোয়াজ্জম মোর্শেদ সভাপতি ও মাহিব উল্লাহকে সাধারণ সম্পাদক করে গঠিত নতুন এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি সহ সভাপতি:তারেক হোসেন মানিক,ওয়াসিম মাহমুদ অভি,ইয়াসির আরাফাত,কলিম উল্লাহ,তানজিন ওয়াহিদ লোটাস,ওসমান সারওয়ার,ইমরান হোসেন,রাজিবুল হক চৌধুরী,তাসনুভা খানম রুজি,মোহাম্মদ সালেক উদ্দিন,তাহেরুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক দেব প্রকাশ চক্রবর্তী,মোস্তফা আকিব,ইরফানুল হক ইকফাত,আব্দুল্লাহ আল মাকসূদ রুবেল,শওকত ওসমান,মোহাম্মদ রিদুয়ান,পামির রহমান,রাগীব নাদিম,রিশাত আলম ইমন, সাংগঠনিক সম্পাদক: ইজাজ উল্লাহ,হুমায়ূন কবির,আরিফুল হাসান,ইসরাত আফরোজ তিসা,মোহাম্মদ সারমান সিকলার,মেহরাব হোসাইন তাছনি,রিদুয়ান হোসাইন (অভি),নাজিমুদ্দিন কাদের,দপ্তর সম্পাদক:সাইফুর রহমান, উপ-দপ্তর সম্পাদক:কায়ছার হামিদ নয়ন,প্রচার সম্পাদক আমিনুল ইসলাম,উপ-প্রচার সম্পাদক সানজিদুল আলম সাজিব,কার্যকারী সম্পাদক কাজী তামজীদ পাশা, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম,মেহরাব হোসাইন তাছনি,ফিরোজ শাহ ছোটন,আহসান জোবাইর,মোঃ ইমরান,আরমানুর ইসলাম,হামিদুর ইসলাম হামিদ।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রপ্ত সভাপতি বিকাশ মজুমদার জয় ও সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির অনুমোদন দেয়।এবং আগামী ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে এই প্রেসবিজ্ঞতিতে।