শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে হবে, বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে-আজহারুল ইসলাম

এমদাদুল হক সোহাগ :
কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: আজহারুল ইসলাম বলেছেন,  শিক্ষার্থীদের সবসময় অনুপ্রেরণা দিতে হবে। সফলতার গল্প শোনাতে হবে। প্রতিষ্ঠিত মানুষের সাফল্যের পেছনের গল্প বলতে হবে। উৎসাহ সৃষ্টি করতে হবে। বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে। কেননা আজকের শিশুরাই আগামি বাংলাদেশের সম্পদ। শিশুদের খেলাধূলা করার পরিবেশ করে দিতে হবে। খেলাধূলা করলে তাদের বৃদ্ধিবৃত্তির বিকাশ ঘটে। তিনি আরো বলেন, শিক্ষা মানুষের মানোন্নয়ন ঘটায়, আচরনের পজিটিভ পরিবর্তন করে। চিন্তাশীল করে। ভাল মন্দ বিচার করার ক্ষমতা দেয়। গতকাল শনিবার ছোটরা রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের মাঠে প্রতিষ্ঠানটির বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ ও অভিভাবক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন তথ্য প্রযুক্তির যুগ। প্রযুক্তির যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিকও আছে।  আপনার সন্তান এন্ড্রয়েড ফোনে বা কম্পিউটার/ল্যাপটপে প্রযুক্তির কোন দিকটি ব্যবহার করছে সেদিকে লক্ষ রাখতে হবে। খারাপ দিকগুলো সম্পর্কে তাদের সচেতন করতে হবে।  রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল সম্পর্কে তিনি বলেন, প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত না হলেও ফলাফল এবং শিক্ষার মানের দিক দিয়ে ইতিমধ্যে কুমিল্লায় বেশ সুনাম অর্জন করেছে। তিনি প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের সহসভাপতি ও সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: মাসুদুর রহমান মাসুদ। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি ফলাফলের দিক দিয়ে কুমিল্লা নগরীতে সুনাম ও গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে নিয়েছে। শিক্ষার্থীদের ভালবাসায় আগলে রেখে পাঠদানের মাধ্যমে অবিভাবকদের কাছেও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠানটি এগিয়ে রয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষিকা নাজমা খানম। সভাপতিত্ব করেন রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি জাকির হোসেন সেলিম। অনুষ্ঠানে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ফলাফলের দিক বিবেচনায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী এবং ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি বিবেচনায় সেরা শিক্ষার্থীদের ক্রেস্ট ও মেডেল দেয়া হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!