কুমিল্লা এসডি নিউজ ডেস্ক :
কুমিল্লায় কৃত্রিম প্রজনন রিপিট ব্রীডিং সমস্যা এবং রেকর্ড কিপিং এর গুরুত্ব বিষয়ক কর্মশালা সোমবার দুপুরে কেটিসিসিএ লি: মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণি সম্পদ অধিদপ্তর এর পরিচালক (সম্প্রসারন) মো: লুৎফর রহমান খান। কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক (এ.পি) মো: শাহজামান খান এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণি সম্পদ অধিদপ্তর উপ-পরিচালক কৃত্রিম প্রজনন ও ঘাস উৎপাদন এ কে এম আরিফুল ইসলাম, মুখ্য আলোচক ছিলেন চট্রগ্রাম বিভাগীয় প্রাণি সম্পদ বিভাগের উপ-পরিচালক ডা: মো: ফরহাদ হোসেন। এ সময় অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: নজরুল ইসলাম, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা প্রাণি সম্পদ গবেষনাগার ড. আতাউর রহমান ভূঁইয়া, কুমিল্লা কেন্দ্রীয় হাঁস-মুরগী খামারের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সামরিক খামার কুমিল্লার অধিনায়ক লে: কর্নেল মুশফিকুর রহমানসহ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বৃন্দ, বৈজ্ঞানিক কর্মকর্তা , উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা বৃন্দ ,এ আই টেকনিশিয়ান ও খামারীগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা কৃত্রিম প্রজনন রিপিট ব্রীডিং এর কারণ এবং কার কি করণীয় এ সম্পর্কে আলোচনা করেন। পরিশেষে বর্তমানে গবাদী পশুতে লাম্পি স্কিন ডিজিজ এর ব্যাপকতায় করনীয় সম্পর্কে আলোচনা করেন।