মো. জাকির হোসেন,
কুমিল্লা ইপিজেডের সিংসাং সু কোম্পানির মানবসম্পদ কর্মকর্তা খাইরুল বাসার সুমন হত্যার আসামি ছাব্বির হোসেনকে (২৮) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় হত্যার কাজে ব্যবহৃত মোটর বাইকটি জব্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শাহীন কাদিরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আনওয়ারুল আজিম ।
এ নিয়ে মামলার এজাহার নামীয় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
আটক ছাব্বির হোসেন কোতয়ালি মডেল থানাধীন নগরীর উত্তর চর্থা এলাকার মালু মিয়া বাড়ির তাজুল ইসলামের ছেলে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল শুক্রবার চীনা কোম্পানির মানবসম্পদ কর্মকর্তা খাইরুল বাসার সুমনকে কুমিল্লা ইপিজেডের প্রধান ফটকের সামনে রোসা ও বার্জার ডিপোর সামনে মোটরসাইকেল ব্যারিকেড দিয়ে ছুরিকাঘাতে খুন করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সুমনের ভাই বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে গত ১ মে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। এক সপ্তাহ পর মামলাটি অধিকতর তদন্তের স্বার্থে জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত করলে এর তদন্তভার পায় ডিবি পুলিশ ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শাহীন কাদির জানান, মামলাটি তদন্তভার হাতে পেয়েই আসামি গ্রেফতারে অভিযানে নামি। পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-বার স্যারের নির্দেশনামতে খুব দ্রুত ৪ জন আসামি গ্রেফতার করতে সক্ষম হই। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব বলে আশা করি। ইতিমধ্যে ২ জন আসামি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আশা করি দ্রুতই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।