চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

নিহত ফরহাদ

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

চৌদ্দগ্রামে লরির চাপায় মোঃ ফরহাদ হোসেন(২০) নামের এক যুবক নিহত হয়েছেন। ফরহাদ চৌদ্দগ্রাম উপজেলা চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম দক্ষিণ পাড়ার জামাল উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সাড়ে এগারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই অসীম।

তিনি জানান, ফরহাদ মোটর সাইকেল নিয়ে চৌদ্দগ্রাম বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের নানকরা এলাকায় মোটর সাইকেল আরোহী ফরহাদ হোসেন নানকরা রাস্তার মাথায় গতি কমিয়ে চালাতে থাকে।

এ সময় দাঁড়িয়ে থাকা যমুনা পরিবহনের বাস চলতে শুরু করলে মোটর সাইকেলে ধাক্কা লাগে। ধাক্কায় ফরহাদ হোসেন মোটর সাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়। তাৎক্ষণিক দ্রুতগামী লরী তাকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

ফরহাদ হোসেনের মামা জয়নাল আবেদীন বলেন, ‘ফরহাদকে গত ১৫ দিন মোটর সাইকেল কিনে দেওয়া হয়েছিল। এর মধ্যে সে দূর্ঘটনা কবলিত হয়ে আহত হওয়ার পরে মোটর সাইকেলটি লুকিয়ে রাখা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর মাকে নির্যাতন শেষে লুকিয়ে রাখা মোটর সাইকেলটি বের করে চৌদ্দগ্রাম আসার পথে দুর্ঘটনায় মারা যায়’।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, নিহত ফরহাদের লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। অভিযান চালিয়ে ফরহাদকে চাপা দেওয়া লরীটি জব্দ করা হয়েছে। লরীর চালক এবং হেলপার পালিয়ে যায়’।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!