বুড়িচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

মো.জাকির হোসেন :
সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন করা হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে জাতিয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করেন বুড়িচং থানার পুলিশ বাহিনী। এরপর উপজেলা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন। উপজেলা প্রশাসন উপজেলা কমপ্লেক্সে ও থানা পুলিশ থানা কমপ্লেক্সে আলোকসজ্জাসহ সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এছাড়া সকল ধমর্ীয় উপাশনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা উপজেলা চেয়ারম্যান অাখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যুরালে পুষ্প ত্বক অর্পণ করেন। এসময উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা অাক্তার, বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মিঠু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অাব্দুল মান্নান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী প্রমুখ। উপজেলা অাওয়ামীলীগের সভাপতি সাবেক জেলা অাইন জীবি সমিতির সভাপতি অ্যাড অাবুল হাসেম খাঁন ও উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান অাখলাক হায়দার এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যুরালে বিনম্র শ্রদ্ধা পুষ্প ত্বক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অাব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, অাওয়ামীলীগ নেতা সোনার বাংলা কলেজের অধ্যক্ষ অাবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, অাওয়ামীলীগ নেতা বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন,মোঃ দেওয়ার হোসেন বাচ্চু, অাব্দুর রশিদ, অাবুল কাশেম মাষ্টার, প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক ভূইয়া, বিল্লাল হোসেন ঠিকাদার, মুক্তি যোদ্ধা ডেপুটি কমান্ডার ফজর অালী, মো ঃ হোসেন মাষ্টার, যুবলীগ নেতা মোঃ ইস্ররাফিল ইসলাম, ফারুক খান মেম্বার, এড অাশিকুর রহমান পলাশ, তানভীর হোসেন পাভেল, শ্রমিক লীগ নেতা তারু মিয়া, সাবেক উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি হাজী বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন, নেতা গিয়াস উদ্দিন সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা অাওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর অাত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!