মাদকের টাকা না পেয়ে ব্রাহ্মণপাড়ায় মায়ের সাথে অভিমানে যুবকের আত্মহত্যা

বুড়িচং প্রতিনিধি :

মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর অভিমান করে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে সাদ্দাম (২২) নামের মাদকাসক্ত এক যুবক। সে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের আবদুল কাদেরের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭ টায় বাড়ীর পাশে পুকুর পারে এক ব্যক্তি গলায় কারেন্টের তার পেচিয়ে হিজল গাছের সাথে ঝুলে আছে দেখতে পায় একই এলাকার আবদুল হান্নানের ছেলে মোঃ রাসেল। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে যেয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে ঘরে নিয়ে আসে।

তার বাবা এ প্রতিনিধিকে জানায় তার ছেলে দীর্ঘদিন মাদকাসক্ত ছিল। বেশ কিছুদিন হচ্ছে মাদকের টাকার জন্য সে তার মাকে চাপ দিয়ে আসছিল। সম্ববত টাকা না পাওয়াতে রাতের কোন এক সময় সে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে প্রেরন করেছে । এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!