লেখাপড়ার পাশাপাশি কুমিল্লার সন্তানরা ক্রীড়া-সংস্কৃতিতেও অগ্রগামী-মেহেরুন্নেসা বাহার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির সহ-ধর্মিনী, কুমিল্লা ডায়াবেটিকস হাসপাতালের সভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস মেহেরুন্নেসা বাহার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। কারণ খেলাধুলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়। আমাদের বাঙ্গালী জাতির রয়েছে নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি। অপসংস্কৃতি বর্জন ও নিজস্ব সংস্কৃতি চর্চা করতে হবে। একজন যুবক কিংবা কিশোরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে সুস্থ বিনোদনের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিমূখি করে গড়ে তুলতে হবে । কুমিল্লার সন্তানরা আজ লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতিতের অনেক অগ্রগামি। ‘কুমিল্লা এগুলেই এগুবে বাংলাদেশ’ এ শ্লোগানকে সবায় মনেপ্রাণে ধারণ করতে হবে।
বৃহস্পতিবার কুমিল্লা মহানগরীর ২১ নং ওয়ার্ডস্থ শাকতলা উচ্চ বিদ্যালয় বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘদিনের অবহেলিত শাকতলা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে মিসেস মেহেরুন্নেসা বাহার আরো বলেন, কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের উন্নয়নের ছোঁয়ায় প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা স্থাপন ও ৪তলা ভবনে রূপ নিচ্ছে। এই স্কুলটি এক সময় দেখবালের কেউ ছিল না, এমপি সাহেবের নির্দেশনায় স্কুল কমিটি গঠন, নতুন শিক্ষক নিয়োগ, সর্বদায় তদারকির ফলে আজকে স্কুলের ভাল রেজাল্ট দেখা যাচ্ছে। আপনারা আপনার সন্তানদেরকে স্কুলে পাঠান, শিক্ষার পরিবেশ হয়েছে, শিক্ষকরা আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করে তুলবে এটা আমরা বিশ্বাস করি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা কবির হোসেন ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাই বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ জালাল। আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান ইরান,গোলাম মাওলা জসিম, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও মহানগর যুবলীগ নেতা নাজমুল ইসলাম শাওন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন। এসময় স্থানীয় সমাজসেবক আবদুল খালেক,মামুনুর রশিদ, ইসহাক মিয়া, আতিকুর রহমান সবুজ, কাউছারা পারভিন স্বপ্না সহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!