সদর দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের সুয়ারখিলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।

সোমবার উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে শান্তনা দেন এবং ক্ষতিগ্রস্থদেরকে সরকারি অনুদানেরও আশ্বাস প্রদান করেন তিনি।

এ সময় পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, সচিব মাশেকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন সুয়ারখিলে গত শনিবার দুপুর আড়াইটার দিকে অগ্নিকান্ড মোস্তফা, আমির হোসেন ও রোকেয়া বেগম এর ঘর পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকান্ডের খবর শুনে আশপাশের মানুষ আগুন নিবানোর কাজে সহযোগিতা করে। এতেও আগুনের লেলিহান শিখা হতে রক্ষা পায়নি ঘরের আসবাবপত্রগুলো।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!