প্রেস বিজ্ঞপ্তি
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক আসামি গ্রেফতার করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, ০৪(চার) কেজি গাজাঁ সহ আসামী মোঃ মোশারফ হোসেন(২৫), পিতা-দুলাল মিয়া, মাতা-মোসাঃ খোরশেদা বেগম, সাং-কচুয়ারপাড় (কমলপুর), পোঃ কমলপুর, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লাকে সদর দক্ষিণ মডেল থানাধীন গলিয়ারা দক্ষিণ ইউপিস্থ বাড়াইপুর সাকিনের সূবর্ণপুর চৌমুহনীর দক্ষিনে ইটের সলিং রাস্তার পাশে গভীর নলকূপের সামনে হইতে গ্রেফতার পূর্বক এজাহার প্রাপ্ত হইয়া কুমিল্লা সদর দক্ষিণ থানার এফআইআর নং-২৩/১১৭, তারিখ- ১৭ মার্চ, ২০২২; ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণি ১৯(ক) রুজু করা হয়।
২। পলাতক আসামী সিএনজি ড্রাইভার মোঃ আকবর হোসেন(২২), পিতা-মোঃ রফিক প্রকাশ রফিকুল ইসলাম, সাং- মুড়াপাড়া, পো- কালিরবাজার, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা –কুমিল্লার বিরুদ্ধে অত্র কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ২৭ নং কুমিল্লা সিটি কর্পোরেশন ওয়ার্ড এর অন্তর্গত রায়পুর সাকিনস্ত চৌয়ারা গরুর বাজার হইতে অনুমান ১০০ গজ সামনে চৌয়ারা টু মাটিয়ারা গামী পাকা রাস্তার উপর হইতে ১২৫ (একশত পঁচিশ) বোতল ফেন্সিডিল ও একটি সিএনজি সহ এজাহার প্রাপ্ত হইয়া কুমিল্লা সদর দক্ষিণ থানার ,এফআইআর নং-২৫/১১৯, তারিখ- ১৮ মার্চ, ২০২২, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণি ১৩(গ)/৩৮ রুজু করা হয়।
৩। ৯০(নব্বই) বোতল ফেন্সিডিল সহ আসামী মোঃ রাসেল(২১), পিতা-মৃত বাহার মিয়া, মাতা-মোসাঃ পারুল বেগম, সাং-একবালিয়া, পোষ্ট-বালুয়ারচর, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লাকে অত্র সদর দক্ষিণ মডেল থানাধীন ৩নং গলিয়ারা উত্তর ইউপিস্থ একবালিয়া গ্রামের ধৃত আসামী মোঃ রাসেল (২১) এর উত্তর দুয়ারী বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচ হইতে গ্রেফতার পূর্বক এজাহার প্রাপ্ত হইয়া কুমিল্লা সদর দক্ষিণ থানার এফআইআর নং-২৬/১২০, তারিখ- ১৮ মার্চ, ২০২২; ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণি ১৩(গ) রুজু করা হয়।
সকল আসামিকে আজকে আদালতে সোপর্দ করা হয়েছে।