মাজহারুল ইসলাম বাপ্পি।।
রাতের আঁধারে ট্রাকে ত্রিপল বেঁধে অবৈধভাবে সেগুন কাঠ পাচারকালে কুমিল্লার সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের অভিযানে ৫ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
জানা যায়, সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একদল চৌকস বনকর্মী বৃহস্পতিবার ভোর রাত ৪টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় ত্রিপল বাঁধা একটি ট্রাকে (চট্র মেট্রো-ট-১২-০০৬১) তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে।
এ সময় ট্রাক চালক পালিয়ে যায়। অবৈধ সেগুন কাঠ উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অবৈধভাবে কাঠ পাচারে কুমিল্লা বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।