নিজস্ব প্রতিবেদক।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সফিকুর রহমান পাটোয়ারী।
বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক লে. কর্ণেল (অবঃ) ডাঃ মোঃ নূর নবী, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ফজলুল হক লিটন। এ সময় শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের
দিনব্যাপি কর্মসূচির মধ্য ছিল জাতীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ রোগীদের মাঝে তাবারক বিতরণ এবং বঙ্গবন্ধুর জীবন কর্মের উপর ব্যানার-ফ্যাস্টুন লাগানো। এছাড়াও ১৬ আগস্ট মঙ্গলবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে।