কুমিল্লা মহানগর জমিয়তের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা মহানগরীর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর জিলা স্কুল রোডস্থ প্ল্যানেট এস আর শপিংমলে ছয় দিনে তারাবিহ’র মাধ্যমে কুরআন খতম উপলক্ষে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা মহানগর জমিয়ত সভাপতি মুফতি মুনীরুল হক কাসেমী দয়াপুরীর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জিহাদী আল-মাদানীর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি শায়খুল হাদীস আল্লামা শাহ নূরুল হক পীর সাহেব বটগ্রাম মাদরাসা, কেন্দ্রীয় সহ সভাপতি,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব, শায়খুল হাদীস আল্লামা ড.হাফেজ গোলাম মহিউদ্দিন ইকরাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান আতিকী, ঢাকা মহানগর জমিয়ত নেতা মুফতি কামরুল হাসান কাসেমী, কুমিল্লা মহানগর নগর জমিয়তের সহ সভাপতি মাওলানা সারোয়ার আলম ভূইয়া, মুফতী আমিনুল ইসলাম শফি, মাওলানা নুরুল হক সিরাজী, প্রচার সম্পাদক মাওলানা হাফেজ ইজহারুল হক সিরাজী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান আরশাদী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা জাহিদ আল হাবিব মুফতী আবুল কালাম। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদ কান্দিরপাড় কুমিল্লা খতিব শায়েখ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী,কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যান সমিতির চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা আমানুল্লাহ,মুফতি কাজি আবু ইউসুফ,জমিয়ত নেতা মাওলানা হোসাইন আহমদ এবং হাফেজ মুহিব্বুল্লাহ বোরহান প্রমূখ।

উল্লেখ্য,জমিয়ত মহাসচিব শায়খুল হাদীস আল্লামা হাফেজ ড.গোলাম মহিউদ্দিন ইকরাম বিগত (৩০) ত্রিশ বছর যাবত রমজানের প্রথম (৬) ছয় দিনে তারাবিহর মাধ্যমে শতশত মুসল্লীদের খতমুল কুরআন (তারাবিহর নামাজ অনুষ্ঠিত হচ্ছে)। তারাই ধারাবাহিকতায় গতকাল ৬ রমাদানের তারাবিহর মাধ্যমে ৩০ তম খতম সম্পন্ন করেন।
শায়খুল হাদীস আল্লামা হাফেজ ড. গোলাম মহিউদ্দিন ইকরাম কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থা কুমিল্লা সরকারি মহিলা কলেজ রোডের সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের সন্তান, তিনি প্রতিষ্ঠাতা করেছেন ঢাকা রামপুরা জামিয়া আরাবিয়া দারুল উলুম (নতুনবাগ মাদরাসা)। এছাড়াও বহু দ্বিনী প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করছেন। বিশ্ব বরেণ্য দ্বীনি শিক্ষাপীঠ দারুল উলুম দেওবন্দ এবং দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!