নিজস্ব প্রতিবেদক।। করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশে যাত্রীবাহি যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জীবিকার অন্বেষনে কুমিল্লায় কাজ করতে আসা বি-বাড়িয়া জেলার সফিক নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সে কিছুদিন যাবত জ্বরে আক্রান্ত ছিল।সোমবার দুপুরে বিজয়পুর স্কুলে জ্বর নিয়ে মৃত্যু বরণ করে বলে জানায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ । জানা যায়,গত এক সপ্তাহ আগে বিভিন্ন জেলার ৬৫ কৃষি শ্রমিক নিরুপায় হয়ে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর স্কুলে খোলা আকাশের নিচে অবস্থান নেয়। বিষয়টিকে জেলা প্রশাসক জানতে পেরে তাদের স্কুল ভবনে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা নিতে সদর দক্ষিণ ইউএনও কে নির্দেশ দেন। এরই মধ্যে সফিক নামের একজন জ্বর রোগে আক্রান্ত হলে তাকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। সোমবার দুপুরে অসুস্থ্য অবস্থায় কৃষি শ্রমিকের মৃত্যু হয়।