কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তির জেল

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণের টঙ্গীরপাড় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন খালের পাড় থেকে রাতের অন্ধকারে মাটি কেটে নেয়ার দায়ে আব্দুল মান্নান নামের একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। আব্দুল মান্নান চৌয়ারা ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
ইউএনও শুভাশিস ঘোষ জানান, সদর দক্ষিণের টঙ্গীরপাড় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন খালের পাড়ের জায়গা থেকে রাতের অন্ধকারে মাটি কেটে নেয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ চক্রের হোতাদের একজন মান্নানকে আটক করা হয়।
অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর শাস্তির বিধান মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!