কুমিল্লা সদর দক্ষিণে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামীলীগ নেতা মোঃ রফিক মিয়া (৫২) কে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রফিক মিয়া মহানগরীর ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল পুলিশের একটি টিম নগরীর ২৫ নং ওয়ার্ডের দয়াপুর থেকে আসামী রফিক মিয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। এছাড়াও কুমিল্লা কোতয়ালী থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেফতারকৃত রফিক মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীরা জানায়, ফ্যাসিষ্ট আওয়ামী লীগের আমলে রফিক মিয়া ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করেন। এছাড়াও রফিক মিয়া বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত ছিলেন বলে জানায় স্থানীয়রা।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!