বরুড়ায় অস্ত্র-গুলিসহ ম‌নির ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার বরুড়া উপজেলার ভঙ্গুয়া ব্রিজ এলাকা থেকে দে‌শিয় পাইগান ও ২রাউন্ড গুলিসহ ম‌নির হোসেন (৩৮) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর রা‌তে বরুড়া চিতড্ডা ইউ‌নি‌য়নের ভঙ্গুয়া বি‌জ্রের মু‌ড়িয়ারাগামী সড়ক এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। ম‌নির হো‌সেন বরুড়া ঝলম মোল্লাবা‌ড়ির মৃত আবদুল ম‌মিনের ছেলে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফি‌রোজ আহ‌মেদ জানান, বরুড়া ঝলম ও চিতড্ডা ইউ‌নি‌য়নসহ আ‌শে পা‌শের এলাকায় সন্ত্রাসী ডাকাতি,ছিনতাইসহ মাদকদ্রব্য বিক্রয় করত।চিতড্ডার ভঙ্গুয়া বি‌জ্রের মু‌ড়িয়ারাগামী সড়ক এলাকায় ডাকা‌তির প্রস্তু‌তিকা‌লে গোপনসংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

ঘটনাস্থল থেকে ম‌নিরডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি দে‌শিয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বরুড়া থানায় এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। ডাকাত ম‌নি‌রের গ্রেপ্তা‌রের সংবা‌দে বরুড়ায় স্ব‌ন্তি ফি‌রে এ‌সে‌ছে।

ও‌সি ফি‌রোজ জানান, ম‌নির ডাকা‌তের নামে ডাকাতি, ছিনতাইসহ বরুড়া থানায় ২১টি মামলা রয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!