সদর দক্ষিণের দুই ইউপি নির্বাচনে ৫ চেয়ারম্যানসহ ১৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার,শুক্রবার প্রতীক বরাদ্ধ

মাজহারুল ইসলাম :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল-বাছাই শেষে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আদম ছফিউল্লাহ, ,মো: আমিনুল ইসলাম, কামাল হক ,মো: মিজানুর রহমান মানিক ও আবু তাহের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়াও গলিয়ারা উত্তর ইউনিয়নের ৯ মেম্বার এবং দক্ষিণের ৩ মেম্বার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
আসন্ন নির্বাচনে বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন- গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মো: ওবায়েদুর রহমান,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: মিনহাজ হোসেন সামীম,মো: রফিকুল ইসলাম (নান্নু মজুমদার),মো: বিল্লাল হোসেন ও মো: আনোয়ার হোসেন চৌধুরী এবং গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল উদ্দিন প্রধান,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: জয়নাল আবেদীন,মো: কামরুল হাছান মজুমদার,মো: হারুন-উর-রশিদ,আবুল কাশেম,মো: আক্তারুজ্জামান ও মো: শহিদুল ইসলাম। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো: নাসির উদ্দিন চৌধুরী জানান, ১২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এর শেষ দিন ৫ চেয়ারম্যান প্রার্থী সহ ১২ মেম্বার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ১৩ ডিসেম্বর ( আজ) প্রতীক বরাদ্ধ এবং আগামী ৩০ ডিসেম্বর গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (ধানের শীষ) প্রতীকের প্রার্থী না দিলেও দুই ইউনিয়নে’ই বিএনপি সমর্থিত একাধিক চেয়ারম্যান পদ প্রার্থী সহ আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!