নিজস্ব প্রতিবেদক।।
প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে কুমিল্লা সদর দক্ষিণের চাঁদপুর জনতা হাই স্কুল এন্ড কলেজ সংলগ্ন মোহনপুর গ্রামটি লকডাউন করে দিয়েছে এলাকাবাসি। এলাকাবাসির সিদ্ধান্ত অনুযায়ী ৬ এপ্রিল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সম্পুর্ণ লক ডাউনে থাকবে। করোনা প্রতিরোধে এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক হাজী আবুল মমিন জানায়,
করোনা ভাইরাস বিস্তার রোধে নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর জনতা হাই স্কুল এন্ড কলেজের সামনে মোহনপুর গ্রামের সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। জনসাধারণের জরুরী প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যাবহার করবে। এ এলাকায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ।
জরুরী প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যাওয়া থেকেও বিরত রয়েছে মানুষ। সকল বয়সের লোকজন বাধ্যতামূলক মাস্ক ব্যাবহার করতে হবে। আশা করছি সবাই সার্বিকভাবে সহায়তা করবেন। সকলে নিজে নিরাপদে থাকুন, সমাজকে নিরাপদ রাখুন। এটা সবার নৈতিক দায়িত্ব।