ইউটার্ন নিতে গিয়ে সংঘর্ষ, ঘটনাস্থলেই ছয়জন নিহত

নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ভালুকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ ছয়জন নিহত হয়েছে। সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ওসি জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ডিগ্রী কলেজের সামনে পৌঁছলে ওইসময় ইউটার্ন নিচ্ছিল একটি প্রাইভেটকার। তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করতে না পেরে প্রাইভেটকারকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই মহিলা ও তিনজন পুরুষ মারা যায়। এরা সকলেই প্রাইভেটকারের যাত্রী।

নিহতদের বাড়ি গাজিপুরের হোতাপাড়ায়। চিকিৎসা করানোর জন্য তারা ময়মনসিংহে যাচ্ছিলো। নিহতদের মধ্যে একই পরিবারের হাসনা, তার বোন নাজমা, হাসনার ছেলে হাসিবুল ও হাসনার শ্বাশুড়ি জান্নাতি। ড্রাইভার মনিরও ঘটনাস্থলে মারা যায়। নিহত আরেকজন বিল্লাল হোসেন বাড়ি ত্রিশাল উপজেলা।

মরদেহ ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে। স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!