কুমিল্লায় প্রাণঘাতী করোনা ভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ইতিমধ্যে জেলায় দেড় হাজার ছাড়িয়ে গেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত মারা গেছেন ৪৫ জন।
মঙ্গলাবার ভাইরাসটিতে কুমিল্লা জেলায় নতুন করে ৫৮ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১ হাজার ৫১২ জন। সবচেয়ে বেশি আক্রান্ত কুমিল্লা নগরীতে।
কুমিল্লায় গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শহরে তিনজন ও দেবিদ্বারে একজনের মৃত্যু হয়েছে। তাই কুমিল্লা নগরীর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
কুমিল্লা জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লাতে সিএনজিকে প্রাইভেট সার্ভিস ঘোষণা করা হয়েছে। সিএনজিতে একজনের বেশি উঠা যাবে না, পরিবারের সদস্য হলে দুইজন উঠতে পারবে। এছাড়া ব্যাটারি চালিত অটোরিক্সায় দুইজনের বেশি উঠা যাবে না।
দেশের এই পরিস্থিতিতে সং’ক্রমন প্রতিরোধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশা’সনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। তিনি বলেন জেলা প্রশাসক আবুল ফজল মীরের নির্দেশক্রমে প্রথমে দুই একদিন সচেতন করবো, তারপর আমরা আইনি ব্যবস্থা নিব।
তিনি আরও বলেন, বুধবার (১০ জুন) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোন সিএনজি পরিবারের সদস্য ব্যতীত একজনের বেশি যাত্রী পরিবহন করতে পারবে না। কেননা সিএনজি মূলত একটি প্রাইভেট সার্ভিস।
তাই সিএনজি যাত্রীকে সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে। ইজিবাইকগুলো দুই সিটে দুইজন। টমটমের বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই আসছে। আমরা দুই একদিন সবাইকে সচেতন করবো, তারপর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করবো। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান করছি।
যেহেতু সবাই শেয়ারিং এ চলতে অভ্যস্থ, তাই সম্পূর্ণ ভাড়া সবার জন্য কঠিন। তারপরও করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি।
সিএনজি অটোরিক্সায় যাত্রী পরিবহনে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না বলে কুমিল্লাবাসী বেশ কয়েকদিন ধরে অভিযোগ করে আসছে। তাই এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।