অনলাইন ডেস্ক :
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুল ইসলাম
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা প্রতীকের প্রাথীকে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সপ্তম ধাপে দেশের ১৩৭টি ইউনিয়ন পরিষদের সঙ্গে বরকামতা ইউপিতেও সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে।
ভোট শুরুর পর সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের নবিয়াবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুল ইসলামকে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রট অমিত দত্ত।
কুমিল্লা জেলাপ্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট অমিত বলেন, “নুরুল ইসলাম নির্বাচনী আচরণবিধি ভেঙে ইউনিয়নের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করেছেন। এ কারণে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমরা নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ রাখতে কাজ করে যাচ্ছি।”
সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম