নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকার খাস ফুড শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, গত কাল এক ক্রেতা ৮৫ টাকা করে ৪ কেজি তরল দুধ ক্রয় করেন খাস ফুড শো –রুম থেকে। দুধের প্যাকেটে মূল্য লেখা থাকলেও উৎপাদনের তারিখ না থাকায় ঐ ক্রেতা কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের অফিসে লিখিত অভিযোগ করেন।
পরে বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোঃ আসাদুজ্জামান খাস ফুড শো –রুম এ গিয়ে মেয়াদ উত্তীর্ণ দুধ বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন।