কুমিল্লায় মহাসড়কে ডাকাতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, প্রাইভেট ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

মো. জাকির হোসেন।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চালকের ছদ্মবেশে যাত্রীদের কাছ থেকে ডাকাতির মাধ্যমে অর্থ ও মুল্যবান জিনিস ছিনতায়ে জড়িত একটি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য জানান।

এ দলটি গত ২৪ জানুয়ারী কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক মোঃ মোর্শেদ আজম বাকী বিল্লাহকে কুমিল্লার পদুয়ার বাজার বাইপাস থেকে একটি প্রিমিও প্রাইভেটকারে উঠিয়ে নেয়। পরবর্তীতে তাকে জিম্মি করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তার পরিবার থেকে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা হাতিয়ে নিয়ে মহাসড়করে দাউদকান্দির উপজেলার সোনালী আঁশ ইন্ড্রাটির সামনে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ ব্যাপারে দাউদকান্দি থানায় অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

মামলার সুত্র ধরে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা ও দাউদকান্দি মডেল থানার পুলিশ ঢাকার কেরানীগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজকে গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম উল আহসান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, প্রত্রিকার আইডি কার্ডসহ বিভিন্ন ডিভাইস এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!