নিজস্ব প্রতিবদেক:
কুমিল্লা বরুড়া পৌরসভা নির্বাচনের নিউজ কাভারেজের সময় চ্যানেল ২৪ এর কুমিল্লা জেলা প্রতিনিধি জাহিদুর রহমান ভাই উপর হামলা ও মোবাইল ভাংচুরের ঘটনা ঘটেছে ।
শনিবার ১২ টায় ৫নং ওয়ার্ড লতিফপুর এর ১০নং উঃ শিলমুড়ী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে ।
বিষয়টি নিশ্চিত করে জনকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম জানান, জাল ভোট দেয়া হচ্ছে এই অভিযোগ, সংবাদ সংগ্রহ করতে গেল সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয় জাল ভোট দেয়া সন্ত্রাসীরা । এসময় চ্যানেল ২৪ এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুরের রহমানের উপর হামলা করা হয়। মোবাইল ভাংচুর ও আইডি কার্ড ছিনিয়ে নেয়া হয়। তিনি এখন সুস্থ আছেন ।
এ ঘটনা ঐ কেন্দ্রে উত্তেজন না বিরাজ করছে । আইনশৃঙ্খলার অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। খবর নিয়ে বরুড়া নির্বাচনে কয়েকটি কেন্দ্রে জাল ভোট উৎসব শুরু হয়েছে। ইতিমধ্যে নির্বাচন বর্জন করেছে বিএনপি প্রার্থী।