১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

মুরাদনগরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

  • তারিখ : ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / 809

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার অধিকাংশ সরিষাক্ষেতে ফুল ফুটেছে। অনেক জমিতে সুন্দর বীজও আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। লাভের আশায় তাদের মুখে এখন হাসি। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মাঠের পর মাঠজুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। হলুদের আভা ছড়িয়ে আছে দিগন্ত জুড়ে। মৌমাছিদের গুনগুন শব্দে এখন মুখরিত সরিষার মাঠগুলো। তবে অনেক জমিতে ফুল শেষ হয়ে বীজ দেখা দিতে শুরু করেছে। বীজগুলোও বেশ তরতাজা মনে হচ্ছে, যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে।

নেয়ামতপুর গ্রামের কৃষক মহিউদ্দিন জানান, তিনি ৬০শতক জমিতে সরিষা চাষ করেছেন। এখন পর্যন্ত জমিতে কোনও সমস্যা দেখা যায়নি। ভালো ফলনের আশা করছেন।
করিমপুর গ্রামের কৃষক ছিদ্দিকুর রহমান জানান, তিনি এ বছর বীনা সরিষা-৯ চাষ করেছেন। গাছে ফুল আসতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যে সম্পূর্ণ জমিতে ফুল চলে আসবে। ভালো ফলনের আশা করছেন। যদি এ বছর সরিষার ভালো মূল্য পাওয়া যায়, তবে ভলো লাভবান হবেন বলেও জানান।

উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ সোহাগ জানান, গত বছর উপজেলায় সরিষা চাষাবাদ করা হয় ৪৭৫০ হেক্টর জমিতে। কৃষকেরা ভালো মূল্য পাওয়ায় এবার সরিষার চাষাবাদ বেড়েছে। চলতি মৌসুমে সরিষা চাষ করা হয়েছে ৫১৫০ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় ৪০০ হেক্টর বেশি। উপজেলার শ্রিকাঈল, রামচন্দ্রপুর (উঃ), রামচন্দ্রপুর (দঃ), আকবপুর, যাত্রাপুর, কামাল্লা এলাকায় বারি সরিষা-১৪, বারি সরিষা-১০ ও বীনা সরিষা-৯ এর ব্যপক চাষাবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রনোদনা ও প্রদর্শনী বাবদ বীজ ও সার সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া অধিক ফলনের জন্য সরিষার বিভিন্ন রোগ বালাই দমন ও পরিচর্যা বিষয়ে কৃষকদের প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান।

শেয়ার করুন

মুরাদনগরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

তারিখ : ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার অধিকাংশ সরিষাক্ষেতে ফুল ফুটেছে। অনেক জমিতে সুন্দর বীজও আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। লাভের আশায় তাদের মুখে এখন হাসি। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মাঠের পর মাঠজুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। হলুদের আভা ছড়িয়ে আছে দিগন্ত জুড়ে। মৌমাছিদের গুনগুন শব্দে এখন মুখরিত সরিষার মাঠগুলো। তবে অনেক জমিতে ফুল শেষ হয়ে বীজ দেখা দিতে শুরু করেছে। বীজগুলোও বেশ তরতাজা মনে হচ্ছে, যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে।

নেয়ামতপুর গ্রামের কৃষক মহিউদ্দিন জানান, তিনি ৬০শতক জমিতে সরিষা চাষ করেছেন। এখন পর্যন্ত জমিতে কোনও সমস্যা দেখা যায়নি। ভালো ফলনের আশা করছেন।
করিমপুর গ্রামের কৃষক ছিদ্দিকুর রহমান জানান, তিনি এ বছর বীনা সরিষা-৯ চাষ করেছেন। গাছে ফুল আসতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যে সম্পূর্ণ জমিতে ফুল চলে আসবে। ভালো ফলনের আশা করছেন। যদি এ বছর সরিষার ভালো মূল্য পাওয়া যায়, তবে ভলো লাভবান হবেন বলেও জানান।

উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ সোহাগ জানান, গত বছর উপজেলায় সরিষা চাষাবাদ করা হয় ৪৭৫০ হেক্টর জমিতে। কৃষকেরা ভালো মূল্য পাওয়ায় এবার সরিষার চাষাবাদ বেড়েছে। চলতি মৌসুমে সরিষা চাষ করা হয়েছে ৫১৫০ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় ৪০০ হেক্টর বেশি। উপজেলার শ্রিকাঈল, রামচন্দ্রপুর (উঃ), রামচন্দ্রপুর (দঃ), আকবপুর, যাত্রাপুর, কামাল্লা এলাকায় বারি সরিষা-১৪, বারি সরিষা-১০ ও বীনা সরিষা-৯ এর ব্যপক চাষাবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রনোদনা ও প্রদর্শনী বাবদ বীজ ও সার সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া অধিক ফলনের জন্য সরিষার বিভিন্ন রোগ বালাই দমন ও পরিচর্যা বিষয়ে কৃষকদের প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান।