অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ জনগণের দল এবং জনগণই দলটির শক্তি বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সবুজ পাতা সফটওয়্যার মোবাইল অ্যাপস উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল, জনগণ আমাদের শক্তি। আমরা মানুষের জন্য রাজনীতি করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা লক্ষ্য দেশের গরিব দুখী মানুষের মুখে হাসি ফোটানো।
তিনি আরও বলেন, তাদের প্রয়োজন মিটিয়ে প্রত্যেকটি মানুষ যাতে দরিদ্র সীমার উপরে উঠে আসতে পারে, প্রত্যেকে যাতে ভালোভাবে চলতে পারে, ছেলে-মেয়ে শিক্ষিত হয়, দেশ যাতে উন্নত হয় সেই স্বপ্ন আমরা দেখি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা নির্বাহী প্রত্যয় হাসান, সবুজ পাতা সফটওয়্যার মোবাইল অ্যাপসের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দীন। পরে সফটওয়্যার মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন