অনলাইন ডেস্ক :
পটুয়াখালী-বাগেরহাটে আশ্রয়কেন্দ্রে জন্ম নেয়া দুই নবজাতকের নাম ঘুর্ণিঝড় বুলবুলের সাথে মিলিয়ে ‘বুলবুলি’ রাখা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর শুনে শনিবার দুপুরে নীলগঞ্জ এলাকার একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন কলাপাড়ার হুমায়রা বেগম। সেখানে ফুটফুটে এক কন্যা সন্তান জন্ম দেন তিনি। ঘুর্ণিঝড়ের সাথে মিলিয়ে কন্যার নাম রাখেন বুলবুলি আক্তার বন্যা।
অন্যদিকে, শনিবার রাতে মোংলার মধ্যপাড়া এপিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়ে কেন্দ্রে কন্যা সন্তান জন্ম দেন হনুফা বেগম। তিনিও ঝড়ের সাথে মিলিয়ে কন্যার নাম রাখেন বুলবুলি।