কুমিল্লা নগরীতে একটি নির্মাণাধীন ভবনের বেইজমেন্ট থেকে অরূপ কর্মকার (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে নগরীর বজ্রপুর এলাকার ইউসুফ হাইস্কুলের দক্ষিণ পাশের নির্মাণাধীন রাজ্জাক টাওয়ার থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত অরূপ বজ্রপুর এলাকার মৃত ধনঞ্জয় কর্মকারের ছেলে। দুই সন্তানের জনক অরূপ দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন অরূপ। শুক্রবার রাতে নির্মাণাধীন ওই ভবনের কেয়ারটেকার নুরুল আমিন বেইজমেন্টে ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশের সদস্যরা ওই বেইজমেন্টে থাকা প্রায় তিন ফুট পানির উপর ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে কুমিল্লা কোতোয়ালি থানার চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক সৈয়দ জাকির হোসেন বলেন, অরূপসহ কয়েকজন মিলে প্রায় রাতেই নির্মাণাধীন ওই ১৩ তলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বসে নেশা করত।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশা করে ঘরে ফেরার পথে অসাবধানতার কারণে সে সিঁড়ি থেকে পড়ে বেইজমেন্টে থাকা পানির নিচে ডুবে গেছে। এতে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।