পরীক্ষা নেয়ার দাবিতে কুবিতে মানবন্ধন

কুবি প্রতিনিধি :

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।

‘এক দফা এক দাবি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চাই’, ‘খুলছে সিনেমা হল বন্ধ কেন পরীক্ষা হল?’ ‘আটক শুধু আমরাই নিয়োগ পরীক্ষা বন্ধ নাই’- এমন বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা দেয়ার দাবি জানানো হয়। এছাড়া মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলে, যখন স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন, সে সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কোন উদ্যোগ নেই। আটকে থাকা পরীক্ষাগুলোও নেওয়ার জন্য কোন সিদ্ধান্তে আসতে পারছে না।

একাউন্টিং বিভাগের শিক্ষার্থী বাহার উদ্দিন বলে, আমাদের বাবা দাদাদের কি টাকার খনি আছে, যা দিয়ে দিনের পর দিন বছরের পর বছর ফাইনাল পরীক্ষার জন্য ঘুরবো। এ কারণে অনার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।
এসময় মানবন্ধনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রায় সকল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!