স্বকৃত গালিব :
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ভোলা জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন এই কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
আবু হেনা রনি সভাপতি ও তানজিল ইবনে মালেকে সাধারণ সম্পাদক করে গঠিত নতুন এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি আলী আকবর শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ তাজওয়ার ও সাংগঠনিক সম্পাদকমানজুরুল রহমান প্রিন্স।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রপ্ত সভাপতি বিকাশ মজুমদার জয় ও সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির অনুমোদন দেয়।এবং আগামী ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে এই প্রেসবিজ্ঞতিতে।