নিজস্ব প্রতিবেদক :
সরকারের নিকট পেশকৃত ডাক বিভাগের অবিভাগীয় (ই,ডি) কর্মচারীদের চলমান সম্মানি ভাতা তিনগুণ বৃদ্ধি সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে রবিবার দুপুরে বাংলাদেশ পোস্টাল (ই, ডি) কর্মচারী ইউনিয়ন কুমিল্লা জেলার উদ্যোগে (রেজিঃ নং বি- ১৯৩৮) কুমিল্লা প্রধান ডাকঘর এর সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পোস্টাল (ই, ডি) কর্মচারী ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন মজুমদার বাচ্চু, সহ-সভাপতি আবুল কাশেম মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ মিয়া,প্রচার সম্পাদক মোঃ আব্দুস ছাদেক,অর্থ সম্পাদক নুর মোহাম্মদ,সদস্য মোস্তফা কামাল,মাসুদুর রহমান,রোকোনুজ্জামান,মোঃ সফিকুল ইসলাম,রাজিয়া সুলতানা,আব্দুর রহিম,আবু তাহের,জহিরুল কাইয়ুম, হরিমঙ্গল সহ জেলা পোস্টাল (ই, ডি) কর্মচারী ইউনিয়নের অন্যান্য সদস্য বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন,
সরকারের নিকট পেশকৃত ডাক বিভাগের অবিভাগীয় (ই,ডি) কর্মচারীদের চলমান সম্মানি ভাতা তিনগুণ বৃদ্ধি করা সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পোস্টাল (ই, ডি) কর্মচারী ইউনিয়ন কুমিল্লা জেলার উদ্যোগে শান্তি পূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছি। আশা করছি সরকার আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিবে। আর যদি আমাদের ১০ দফা দাবি মেনে নেয়া না হয় তাহলে আমরা জাতীয় পর্যায় বৃহৎতাকারে কর্মসূচি দিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবো।