করোনায় নিহত পুলিশ সদস্যের পরিবারকে ওয়ালটনের এক লক্ষ টাকা প্রদান

মো.জাকির হোসেন।।
করোনা সংক্রমণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর কাঠালিয়া গ্রামের মোঃ জসিম উদ্দিনের পরিবারকে গতকাল রোববার দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে ১ লাখ টাকা নগদ সহ্য়াতা প্রদান করেছে।

জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়াপ গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন ঢাকা মহানগরীর ওয়ারী জোনে কর্মরত ছিল। গত ২৮ এপ্রিল তিনি কর্তব্যরত অবস্থায় মারা যান। তিনি দেশের প্রথম পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী। তার মৃত্যুতে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে সম্প্রতি আইজিপিও নিকট এক লক্ষ টাকা দেওয়া হয়।

এই অনুদানের চেকটি কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ মোঃ নুরুল ইসলাম পিপিএম (বার) বিপিএম নিকট আসলে তিনি বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম কে নিহতের পরিবারের কাছে টাকা হস্তান্তরের দায়িত্ব দেন। রোববার দুপুরে বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জেলা পুলিশ সুপার সৈয়দ মোঃ নুরুল ইসলাম পিপিএম (বার) বিপিএম এর নির্দেশ মোতাবেক মৃত পুলিশ সদস্য মোঃ জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে এক লক্ষ টাকা অনুদানের চেক তার স্ত্রীর নিকট হস্তান্তর করেন।

এসময় বুড়িচং থানার এসআই সুজয় কুমার মজুমদার,এসআই নন্দন চন্দ্র সরকারসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে জেলা পুলিশ সুপার সৈয়দ মোঃ নুরুল ইসলাম পিপিএম বার বিপিএম আইজিপির পক্ষ থেকে পাঠানো অনুদানের ৫ লক্ষ টাকার চেক সহ বিভিন্ন উপহার সামগ্রী পৌঁছে দেন তার স্ত্রীর নিকট। বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, এ ধরনের পুলিশি সাহায্য সহযোগিতা অব্যবহত থাকবে সামনের দিকে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!