নিজস্ব প্রতিবেদক।।
আগামী (২৬ ডিসেম্বর) রোববার চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লায় ৩টি উপজেলার ২৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে কাজ করে যাচ্ছেন। উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।
ইতিমধ্যে নির্বাচনের দিন সকাল বেলা ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছেছে। জরুরি সেবা ব্যতীত গাড়ি চলাচল সীমিত করা হয়েছে। মোটরসাইকেল চলাচলে আছে নিষেধাজ্ঞা। জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল হাছান ও পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ সার্বক্ষণিক সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে নির্বাচন পরিচালনার কার্যক্রম তদারকি করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩টি উপজেলায় মোট ভোটার ৬ লাখ ৭৪ হাজার ৫৭০ জনের মধ্যে আদর্শ সদর উপজেলায় ২ লাখ ১০ হাজার ৭৫৩ জন, চৌদ্দগ্রাম উপজেলায় ভোটার ২ লাখ ৯৯ হাজার ৬০৫ জন এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় ১ লাখ ৬৪ হাজার ২১২ জন। ৩টি উপজেলায় ২৮৩টি কেন্দ্রের ১ হাজার ৬৪২টি ভোট। এছাড়া, আদর্শ সদর উপজেলায় ভোট কেন্দ্র ৮৬টি এবং ৫৫৮টি ভোট কক্ষ, চৌদ্দগ্রাম উপজেলায় ১১৯টি ভোট কেন্দ্র ৬৪১টি ভোট কক্ষ এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় ৭৮টি কেন্দ্র এবং ৪৪৩টি ভোট কক্ষে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে ৩টি উপজেলায় ২৬টি ইউনিয়নে ১ হাজার ৫৩৬ জন প্রার্থী চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ১৮১ জন, সাধারণ সদস্য পদে ১ হাজার ১১৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৬ জনের মধ্যে আদর্শ সদর উপজেলায় ৪ জন এবং চৌদ্দগ্রাম উপজেলায় ২ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল হাছান জানান-নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সকল কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রতিটি উপজেলা ও ইউনিয়নে অতিরিক্ত পুলিশ, র্যাব, ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবেন। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাথে সাথে ভোট গ্রহণ বন্ধ থাকবে বলেও জানান তিনি।