কুমিল্লা সিটির ২২নং ওয়ার্ড সচিবের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা মহানগরীর শাকতলায় চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন বহুতল ভবনের অংশীদার কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের সচিব ওমর ফারুক পাটোয়ারীর হাত পা ভেঙ্গে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী।

গুরুতর আহত ওয়ার্ড সচিব ফারুক পাটোয়ারী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, গত এক মাস ধরে নির্মাণাধীন বাড়ীতে চাঁদার দাবীতে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে স্থানীয় একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্র।

সন্ত্রাসীরা একাধিকবার হামলা ও রড চুরি করে। সর্বশেষ গত ১৫ জুন রড চুরির অভিযোগে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করে একজন অংশীদার ।

থানায় অভিযোগ করায় সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার বিকালে নির্মাণ কাজ দেখতে গেলে সন্ত্রাসীরা ওয়ার্ড সচিবের বাম পা ও বাম হাত ভেঙ্গে দেয়।

এ সময় সন্ত্রাসীরা সচিবের ব্যবহৃত মোটরসাইকেলও ভাংচুর করে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!