- আপডেটঃ July, 13, 2021, 12:42 am
- 345 ভিউ
সোহাগ মিয়াজী :
করোনা রোগীর চিকিৎসার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিয়েছে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচ।
সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান এর কাছে এ সিলিন্ডার হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমরা ৯৩ চট্টগ্রাম বিভাগের সমন্বয় কমিটির সদস্য রোটারিয়ান মোঃ বেলাল হোসেন, চট্টগ্রাম বিভাগ ও বৃহত্তর কুমিল্লা গ্রুপের এডমিন রোটারিয়ান সাংবাদিক মোঃ আবদুল জলিল রিপন, সদস্য আনোয়ার হোসেন, ফারুক হোসেন, শাখাওয়াত হোসেন স্বপন ও মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য চৌদ্দগ্রামে দিন দিন করোনা আক্রান্তের হার বাড়ছে। বর্তমানে আটজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এতে প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান জানান, রোগীর চাহিদা অনুযায়ী হাসপাতালে কমপক্ষে ১৮ টি সিলিন্ডার প্রয়োজন।
তারমধ্যে মাননীয় এমপি মুজিবুল হক মহোদয় ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু পাঁচটি সিলিন্ডার দিয়েছেন। হাসপাতালে রয়েছে ছয়টি। আজকের একটিসহ বারটি সিলিন্ডার জমা হয়েছে।
সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠন গুলো এগিয়ে আসলে অক্সিজেনের চাহিদা পুরণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
আরো পড়ুন....