দেলোয়ার হোসেন জাকির :
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নেতৃত্বে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তাবৃন্দ।
শুক্রবার (৫ মার্চ) বেলা তিনটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম।
কুমিল্লা শিক্ষাবোর্ড প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান, উপ-সচিব প্রশাসন একেএম শাহাবউদ্দিন, কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মচারি সমিতির সভাপতি মোঃ আব্দুল খালেক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পিতা-মাতা, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এবং ৭৫-এর ১৫ আগস্টে তার পরিবারের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহন করেন।