নিজস্ব প্রতিবেদক, বগুড়া :
বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আবু সাঈদ সরকার (৪০) নামের এক যুবক আটক হয়েছেন।
শনিবার বেলা সোয়া ১০টার দিকে শহরের ডিজে হাইস্কুল ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এই সাজা দেন।
দণ্ডাদেশ পাওয়া ওই যুবক উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ জানান, আটক হওয়া যুবক আবু সাঈদের বাড়ি গ্রামে, পৌর এলাকায় নয়। তিনি গাড়ীদহ ইউনিয়নের ভোটার। অথচ পৌরসভার ভুয়া ভোটার দাবি করে ভোটকক্ষে ঢুকে পড়েন। এমনকি তিনি মুসলমান সম্প্রদায়ের লোক হলেও নিজের পরিচয় গোপন রেখে হিন্দু ভোটার সেজে জাল ভোট দেওয়ার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট থেকে ব্যালট পেপারও হাতে নেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের সন্দেহ হলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। একপর্যায়ে ভুয়া ভোটার প্রমাণিত হলে তাকে আটক করা হয়। সেইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়া হয়েছে বলে জানান তিনি।