বিএডিসি কুমিল্লা অঞ্চলের যুগ্ম পরিচালকের উদ্যোগে ফেনীতে অর্ধশত শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক।। করোনা পরিস্থিতিতে দেশের এ ক্রান্তিকালে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন বিএডিসি কুমিল্লা অঞ্চলের যুগ্ম পরিচালক (সার) আনন্দ চন্দ্র দাস। বৃহস্পতিবার দুপুরে বিএডিসি কুমিল্লা অঞ্চলের যুগ্ম পরিচালক (সার) আনন্দ চন্দ্র দাস এর উদ্যোগে কুমিল্লা অঞ্চলের আওতাধীন ফেনী পাঁচগাছিয়া বীজ উৎপাদন খামারের অর্ধশত শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী (চিড়া,মুড়ি,ছোলা,তেল,চিনি,সাবান,খেজুর,মাস্ক,গ্লাভস) বিতরণ করা হয়। এ সময় ফেনী পাঁচগাছিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক প্রনবানন্দ ভৌমিক,উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম,সহকারী হিসাব রক্ষক মোঃ দাউদ মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিএডিসি কুমিল্লা অঞ্চলের যুগ্ম পরিচালক (সার) আনন্দ চন্দ্র দাস বলেন,করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন আতংকে রয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়েছেন মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ফেনী পাঁচগাছিয়া ৫০ জন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আত্নতৃপ্তি পেয়েছি।সরকারের পাশাপাশি সকল পেশার মানুষ ও সমাজের বৃত্তবানদের দেশের এ ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে থেকে ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া উচিত । সমাজের সামর্থবানদের জনকল্যাণমূখি কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!