মো. জাকির হোসেন :
বাজারে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়। অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
নিহতের নাম আবদুল হালিম (৫০)। তিনি অবসরপ্রাপ্ত আনসার সদস্য। আহত তার ছেলে মোঃ ইউসুফ (৩২)।
সোমবার বিকেল ৪ টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের তুঁত বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলে করে কংশনগর বাজারে যাওয়ার পথে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আবদুল হালিম নিহত হয়। আহত হয় তার ছেলে ইউসুফ।
পরে স্থানীয়রা আহত ইউসুফকে উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে কাভার্ডভ্যানটিকে আটক করা যায় নি।