লাকসামে পারিবারিক বিষয় ফেসবুকে ছড়ানোর প্রতিবাদ করায় হামলা : প্রাণনাশের হুমকি

লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে পারিবারিক বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর প্রতিবাদ করায় হিরণ খাঁন নামের এক ব্যাক্তির উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের দক্ষিণ নরপাটি গ্রামের খাঁন বাড়িতে এ ঘটনা ঘটে। সম্প্রতি এ বিষয়ে লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, লাকসাম পূর্ব ইউনিয়নের দক্ষিণ নরপাটি গ্রামের খাঁন বাড়ির মৃত রফিক খাঁনের ছেলে হিরণ খাঁনের সাথে অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়াদি নিয়ে তার ছোট বোনের দ্বন্দ্ব রয়েছে। এরই প্রেক্ষিতে গত ২০ জুন তাদের দুই ভাই-বোনের মধ্যে ঝগড়া হয়।

এসময় তাদের ঝগড়ার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করতে থাকে একই এলাকার সাত্তর খানের ছেলে সোহেল খান। তাৎক্ষণিক পারিবারিক বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর প্রতিবাদ করায় সোহেল খানের সাথে হিরণ খাঁনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সোহেল খান ও তার পিতা সাত্তর খান সংঘবদ্ধ ভাবে হিরণ খাঁনের উপর হামলা করতে গেলে তাকে রক্ষা করতে এসে হিরণ খানের ছোট ভাবি নিলুপা বেগম আহত হয়। এসময় তারা হিরণ খানের বাড়ির দুইটি গেইট ভাঙচুর করে। পরবর্তীতে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করলে হামলাকারীরা হিরণ খাঁনকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ওইদিনই লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হিরণ খাঁন। এদিকে এঘটনার পরও হামলাকারীরা বিভিন্ন ভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন হিরণ খাঁন। তিনি বলেন, ‘বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের সাথে আমাদের বিরোধ রয়েছে। পূর্ববিরোধের জেরে তারা দিয়ে আমাদের পারিবারিক বিষয়াদি ফেসবুকে ছড়িয়ে আমাদের মানক্ষুণœ করারা পাশাপাশি আমাদেরকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে যাচ্ছে।

প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে এবং এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করলে আমাকে ও আমার পরিবারকে খুন করবে বলেও তারা হুমকি দিয়েছে। যার ফলে মানহানির পাশাপাশি আমরা নিরাপত্তাহীনতায়ও ভুগতেছি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। পাশাপাশি তারা আমার ছোট বোন মানসিক বিকারগ্রস্থ মন্ঝুমা বেগম এবং ৭বছরের ভাগিনা সিয়ামকে দিয়ে মিথ্যে কথা সাজিয়েও ফেসবুকে প্রচার করে। যা পরবর্তীতে আমার ছোট ভাগিনা বাড়িতে এসে স্বীকার করে।’ এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেয়া যায়নি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!