শাহ ফয়সাল কারীম, সদর দক্ষিণ:
কুমিল্লা নগরীর ২২ নং ওয়ার্ডের হিরাপুরের মরহুম গোলাম মোস্তফার ছেলে মোঃ সোহাগ হোসেন (৩৫) একজন টিভি ম্যাকানিক হিসাবে কাজ করে পরিবার নিয়ে ভালোই ছিলেন। হঠাৎ করে টিভি ম্যাকানিক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক চিকিৎসার জন্য কুমিল্লা প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়।
হৃদরোগ, কিডনী,শ্বাস কষ্ট, লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্ত বলে জানায় চিকিৎসক। এ খবর পেয়ে পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েন।
কুমিল্লার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা ভালো হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন। বেশ কয়েকদিন চিকিৎসা খরচ পরিবারের পক্ষ থেকে চালানো হয়। সোহাগ বাঁচতে চায়, ফিরে যেতে চায় তার মায়ের কোলে, তার আত্মীয়-স্বজনের কাছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় সোহাগের লক্ষ টাকা
প্রয়োজন তার চিকিৎসার জন্য।
সোহাগ এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শেরে বাংলা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। সোহাগের মা মুনু সকলের শ্রেণীর মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন করেন। চিকিৎসা সহায়তায় নিন্মের নাম্বারে যোগাযোগ করতে পারেন
(01968479972)।