স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীতে ফটো স্টুডিওর আড়ালে পাসপোর্ট দালালির ব্যবসা চলছে অনেক দিন ধরে। এবার র্যাবের অভিযানে পাসপোর্ট দালালির গোপন ব্যবসার উন্মোচন হল।
কুমিল্লা নগরীর ১১ নং ওয়ার্ডের মনোহরপুরের একটি স্টুডিওতে অভিযান পরিচালনা করে ২১১ টি নতুন পাসপোর্ট ও ৭৫টি পুরনো পাসপোর্টসহ পাসপোর্টের আবেদন এবং নকল সীলমোহর সহ আতিক (৪৩) নামের এক দালালকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে র্যাব এ অভিযান পরিচালনা করেন।
আটক হওয়া আতিক কুমিল্লা নগরীর নুরপুর এলাকার বাসিন্দা।
কুমিল্লা র্যাব-১১,সিপিসি-২ এর অধিনায়ক মেজর নাজমুস সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।