প্রেস বিজ্ঞপ্তি :
অদ্য ০১/১২/২০২০খ্রি. কুমিল্লা নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে জেলা যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্কিং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্কিং এর সভাপতি এ্যাডভোকেট ফাহমিদা জেবিন। উক্ত সভায় সিদ্ধান্ত হয় আগামী ০৬/১২/২০২০ খ্রি. তারিখে কুমিল্লা টাউন হলের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২০ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়াও যে নারী ও শিশু নির্যাতনের যে কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক জেলা যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্কিং-কে অবহিত করার জন্য বলা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ইয়াছমিন রীমা, সাধারণ সম্পাদক এবং জেলা সাংবাদিক সমিতির সভাপতি, সদস্য সচিব, ব্র্যাক জেলা সমন্বয়কারী জিয়াউদ্দিন আহমেদ, সহ-সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নুরজাহান খাতুন, এ্যাডভোকেট শামীমা আক্তার, সালমা আক্তার, সাংবাদিক অশোক বড়–য়া, জেসমিন আক্তার, নার্গিস আক্তার, সাংবাদিক এন.কে রিপন, সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মোঃ মাসুদ রানা ও শুভন মন্ডল।